এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ১৫ জানুয়ারী ২০২৫ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১

১৩১

শেয়ার:

দামি পোশাক নিয়ে আবারও চর্চায় প্রিয়াঙ্কা!

বলিউডি তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী ও মেয়েকে নিয়ে দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন - এটা এখন বাসি খবর। নতুন খবর কী, জানেন ? এর আগে বলে নিই - পরিবারের সঙ্গে একান্ত যাপনের বিভিন্ন সময়ে, বিভিন্ন পোশাকে ক্যামরেবন্দি হয়েছেন তিনি।

News

কখনও তিনি বিকিনি পরে নীল জলরাশির বুকে ইয়টে ভেসে বেড়াচ্ছেন। কখনও মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন। কখনও প্রিয়াঙ্কা একাকিনী উষ্ণ অবতারে ধরা দিয়েছেন।

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে চর্চায় এখন 'দেশি গার্ল' খ্যাত প্রিয়াঙ্কা'র বিদেশি পোশাক। তার পরনে ক্রুশের সাদা মিডি ড্রেসের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে টুপি ও সানগ্লাস পরে সূর্যের দিকে তাকিয়ে আছেন প্রিয়াঙ্কা। গলায় ছোট্ট লকেট দেওয়া হার। আর তার মুখে ছড়িয়ে পড়েছে প্রশান্তি, পরিতৃপ্তি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা'র এই পোশাক নিয়েই এখন শুরু হয়েছে বিশ্লেষণ। রোদে ঘুরে বেড়ানোর জন্য সাদা পোশাকটি বেশ মানানসই। দেখলেই মনে হয়, সেটি বেশ আরামদায়ক। জানা গেছে, হাতে বোনা সাদা ক্রুশের কাজ করা পোশাকটি তৈরি করেছে ‘ম্যাগডা বাট্রিম’ নামে একটি পোশাক সংস্থা। পোশাকে প্রিয়াঙ্কা'র বক্ষযুগল আবৃত হয়েছে ক্রুশের কাজ করা গোলাপের পাপড়িতে। স্ট্র্যাপলেস পোশাকটি জড়িয়ে রয়েছে অভিনেত্রীর তন্বী কোমর, নির্মেদ শরীরকে। দেখতে সাধারণ হলেও, এরই দাম ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫২ হাজার ৯০৮ টাকা।

শুধু একটি পোশাকেই নয়, দেশি গার্লের ছুটি কাটানোর বিভিন্ন ছবি ঝড় তুলেছে অনুরাগীদের মনে। স্বামী নিক জোনাসের সঙ্গে ইয়টে উষ্ণ অবতারে ধরা দিয়েছেন পিগি চপস। বাদামিরঙা বিকিনিতে স্পষ্ট তার বক্ষভাঁজ, নির্মেদ কোমর আর পেট। আবার ডোরাকাটা কো-অর্ডস সেটেও ক্যামেরাবন্দি তিনি। তার সাজপোশাক বরাবরই চর্চিত। কিছু দিন আগে তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেও তার ম্যাজেন্টা শাড়ি ও বহুমূল্য হারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুরাগীরা।


প্রিয়াঙ্কা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com