নিজের জীবনসঙ্গী হিসাবে সামান্থা রুথ প্রভুর প্রথম পছন্দ নাগা চৈতন্য - এই কথা এক সময় নির্দ্বিধায় জানিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। কিন্তু এখন আর সেই দিন আর নেই! দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির সংসার ভেঙে গেছে।
যদিও সংসার ভেঙে যাওয়ার পর বর্তমানে একাই রয়েছেন নাগাপত্নী সামান্থা। আর চলতি বছরেই শোভিতা ধূলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সামান্থা'র সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্য।
নাগা তার নতুন সংসার জীবন শুরু করলেও বিবাহ বিচ্ছেদের পর থেকেই ধারাবাহিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। তারপর থেকেই নেটপাড়ায় একটাই রব - বদলে গেছেন সামান্থা! ওই অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে একের পর এক পোজ দেন সামান্থা। সেখানেই তাকে দেখে নেটাগরিকদের একটা বড় অংশের দাবি, সামান্থা কি আদৌ সুস্থ ?
তখন কারও চিন্তা হয় অভিনেত্রীর চেহারা নিয়ে। কেউ কেউ আবার চিন্তায় পড়ে যান এটা ভেবে যে, নাগার নতুন জীবনের কথা জানতে পেরেই অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা! ওইদিন অনুষ্ঠানে সামান্থাকে দেখা যায় ফুলহাতা পোশাকে, সঙ্গে মানানসই রূপটান। মুখে হাসি থাকলেও ছবি দেখে অনেকেরই অসুস্থ মনে হয়েছে সামান্থাকে। বিষয়গুলো নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন এই তারকা।
তাইতো নিজের শরীরচর্চার ছবি দিলেন সামান্থা। যদিও পুরোটাই পেছন থেকে। যেখানে দেখা যায়, কাঁধে ভারী ওজন তুলেছেন সামান্থা। ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লেখেন - আর যদি কেউ অসুস্থ বলো, মনে রাখবে সকলেই, পেছনে জোরে আঘাত করতে পারি আমি।
আসলে সাম্প্রতিক সময়ে যেভাবে ট্রোল করা হয়েছে এই নায়িকাকে, তার বক্তব্য যেনো পাল্টা জবাব দিলেন সামান্থা।