কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জের ধরে স,মিল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।ঘটনাটি (৯ সেপ্টেম্বর) সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
স্থানীয় ও সিসিটিভির ফুটেজ সূত্রে জানা যায়। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল্লা আল মজিদ সবুজ (৫০) এর নির্দেশে শতাধিক সন্ত্রাসীর দলবল নিয়ে আখতারুজ্জামান (৪২) এর স,মিলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় আখতারুজ্জামান বলেন, আমার স,মিলের বড় বড় গুড়ি, মটর ও গুদামে রাখা মশার কয়েল সহ অন্যান্য মালামালসহ লুটে নিয়ে যায় এবং সে সময় তারা মিলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সহ মিলে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। আমার বাড়িতে থাকা ২টি ছাগল নিয়ে যায় একই সাথে বাড়িতেও লুটপাট করে। সে সময় ৯৯৯ ফোন দিলে ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমার মালিকানা উক্ত জমিতে আমার স মিলের কাঠ রাখছি। গত ১২/৮/২৪ তারিখে সবুজ ও টিপু স,মিলের সামনের জায়গাটি দাবি করে দখল নেয়ার চেষ্টা করে ও আমাকে হত্যার হুমকি দেয়। ঐদিন কুষ্টিয়া আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা অভিযোগ দায়ের করি। এরই ধারাবাহিকতায় আজ সবুজের নির্দেশে তার ভাড়া কৃত সন্ত্রাসী দলবল আগ্নেয়াস্ত্র সস্ত্র নিয়ে আমার মিল ভাঙচুর করে এবং উক্ত জমিতে থাকা কাঠের গুড়ি ও মিলের মোটর নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় আব্দুল্লাহ আল মজিদ সবুজের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আননূর যায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল থেকে জায়গা দখলের চেষ্টা করছে বলে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।P