এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ১৫ জানুয়ারী ২০২৫ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬

আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬

২৫৩

শেয়ার:

মেয়ে এষাকে কোন কথাটি বলেছিলেন হেমা!

বলিউড চলচ্চিত্র সাম্রাজ্যে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। কিন্তু তখন থেকেই মা হেমা মালিনীর সঙ্গে তুলনার মুখে পড়তে হয়েছে তারকা দম্পতি ধর্মেন্দ্র - হেমা'র মেয়ে এষা দেওলকে।

News

মাত্র ১৮ বছরেই নায়িকা হিসেবে তার প্রথম ছবিতে অভিনয়। স্বাভাবিকভাবেই তখন  এই ধরনের সমালোচনা শুনে ভেঙে পড়েছিলেন এষা। তার কথায় -  আমার তখন মাত্র প্রথম ছবি। মা তো দু'শো ছবিতে অভিনয় করে ফেলেছেন। মায়ের অভিনয়ের সঙ্গে আমার তুলনা কীভাবে করছে ?

জানা যায় এষাকে নিয়ে গভীরভাবে লেখালিখি হয় সেই সময়। তখন সমালোচকরা বলতো, তার মুখমণ্ডল নাকি নায়িকাসুলভ নয়! যদিও পর্দায় নিজেকে দেখে এষার মনে হয়েছিল, চরিত্রের সঙ্গে মানানসই লাগছে তাকে। তখন মা হেমা মালিনী মেয়ে এষাকে বলেছিলেন, তুমি ভুল পেশায় রয়েছো। কিন্তু কেন বলেছিলেন কথাটি ?

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ওই সময় পুরো বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলেন এষা। মাকে জানান, তাকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে তাতে রীতিমতো ভেঙে পড়ছেন তিনি। তার কথায় - মাকে বলেছিলাম, আমাকে নিয়ে যে ধরনের প্রতিবেদন লেখা হচ্ছে তাতে আমি খুবই বিপর্যস্ত। কীভাবে সামলাবো বুঝতে পারছি না। মেয়ের কথা শুনে হেমা প্রশ্ন করেছিলেন, তুমি এখানে কেনো ? মায়ের প্রশ্নের জবাবে এষা বলেছিলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে আমার।

জানা যায়, এর পরে হেমা বলেন, তাহলে নিজের লক্ষ্যে স্থির থাকো। এটা তোমার পেশার অংশ মাত্র। তুমি আমার মেয়ে, তুলনা তো হবেই। কিন্তু তুমি যদি এতে প্রভাবিত হয়ে পড়ো, তাহলে তুমি ভুল পেশা বেছে নিয়েছ। হেমা আরও যোগ করে বলেন, যদি মনে হয় সামলাতে পারবে, তাহলেই এগিয়ে যাও এই পেশায়। এষা দেওল এই কথা স্মরণ করে জানান, মায়ের পরামর্শই তার জীবনের পথ প্রদর্শক।


হেমা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com