এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ১৫ জানুয়ারী ২০২৫ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬

আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬

২০৩

শেয়ার:

মালদ্বীপে কার সঙ্গে ডেটিং করলেন সোহিনী!

কলকাতার টিভি সিরিয়ালের অতিপরিচিত মুখ সোহিনী গুহ রায়। ইতিপূর্বে স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

News

তিনি অভিনয় করেছেন ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালেও। আর ‘গঙ্গারাম’ সিরিয়ালের টায়রা হিসাবে তো বিশাল জনপ্রিয়তা পান সোহিনী। ‘গঙ্গারাম’ এর শুটিং সামলেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কল্লোলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোহিনী। মাত্র তিন মাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী - কল্লোল। কিন্তু হুট করেই ভেঙে যায় তাদের সংসার। কেনো টিকলো না বিয়ে, সেটা অবশ্য স্পষ্ট জানা নেই কারোরই। 

প্রশ্ন ওঠেছে - হঠাৎ কেনো তাদের তিন বছরের দাম্পত্যে ফাটল! নতুন প্রশ্ন সামনে এসেছে -  কল্লোলের পর সোহিনী জীবনে নতুন কাউকে খুঁজে পেলেন কি। এসব প্রশ্নের মাঝেই খোলা পিঠে উপচে পড়ছে ভরা যৌবনের অবতার রূপে মালদ্বীপের সমুদ্রসৈকতে ধরা দিলেন। দ্বীপরাষ্ট্রের নীল জলে কালো মনোকিনিতে মোহনীয় অবতারে ধরা দিলেন কলকাতার ‘টায়রা’ মানে, অভিনেত্রী সোহিনী গুহ রায় । মালদ্বীপে ছুটি কাটিয়ে দেশে ফিরলেও এখনো ঘোর কাটেনি সেই ট্যুরের।

এদিকে ফোনের গ্যালারি ঘেঁটে রবিবাসরীয় দুপুরে মালদ্বীপের কিছু হট ছবি পোস্ট করলেন সোহিনী। সামনে নীল জলরাশি, মাথার ওপর খোলা নীল আকাশ। একাকী সমুদ্রের পারে বসে আছেন সোহিনী। সারা গায়ে বালি। এই ছবি শেয়ার করে নিজের রিসেপশনশিপ স্টেটাস জানিয়ে দিলেন সোহিনী গুহ। চারদিকে চলছে মাস কয়েক ধরেই সোহিনীর ভাঙা দাম্পত্যের চর্চা। ব্যবসায়ী কল্লোল চৌধুরীর সঙ্গে তিন বছরের দাম্পত্যে নাকি ইতি টেনেছেন এই অভিনেত্রী। মিডিয়ার সামনে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন তিনি। কিন্তু এদিন মালদ্বীপ ভ্যাকশনের ছবি দিয়ে সোহিনী লিখেছেন, ‘জাস্ট ডেটিং মাই সেলফ’। অর্থাৎ এখন শুধু নিজেকেই ডেট করছি। সোহিনীর কথায় আপাতত পুরোপুরি সিঙ্গল তিনি।

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই পরস্পরকে আনফলো করেছেন কল্লোল - সোহিনী দম্পতি। মুছে দিয়েছেন তাদের পুরোনো ছবিও। সম্প্রতি ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহিনীর স্বামী কল্লোল। তিনি লিখেছেন - ‘ভুল মানুষের জন্য সেক্রিফাইস, আর ভুল মানুষের সঙ্গে কম্প্রোমাইজ, আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা’। 

সোহিনীর অবশ্য এসব ভাবার সময় নেই। মাস কয়েক আগে ডিভোর্স এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেছিলেন, আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। বলতে পারেন, আমার পক্ষে কথা বলা সম্ভবপর নয়। তবে খবর ঘনিষ্ঠমহলে ডিভোর্সের কথা মেনে নিয়েছেন অভিনেত্রী। আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত আছেন সোহিনী। সান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। যেখানে তার বিপরীতে আছেন রাজদীপ গুপ্ত।


সোহিনী

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com