দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার জন্য কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে দিয়ে শেষ করা হয়েছে। খোকসা উপজেলা বিএনপির আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভার শুরুতে বন্যার্তদের জন্য সহযোগিতা করা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া ও আর্থিক সহযোগিতার কথা বলা হয়। দেশে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান কাটছাট করা হয়েছে। দেশে বন্যার কারণে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সে সময় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এ কথা বলেন।
ভারতে থাকেন আর যেখানেই থাকেন, আপনাকে ধরে নিয়ে এসে বাংলাদেশেই বিচার করব। আওয়ামী লীগ আমলে আপনারা যে চারটি নির্বাচনে জালিয়াতি করে গেছেন।কিছু বদমাইশ অফিসার,কিছু বদমাইশ পুলিশের লোক কিছু অন্যান্য কর্মকর্তারা, সেই জাল ভোট করে শেখ হাসিনাকে বিজয় করে গেছেন। তারা মনে করেছিল হাসিনার মনে হয় বিচার হবে না। আল্লাহর বিচার অন্য জিনিস মুহূর্তের মধ্যে হাসিনা দেশ ছেড়ে পালালেন, তার কথা তিনি রাখতে পারলেন না
বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম সফলতার ৪৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি'র সভাপতি সৈয়দ আমজাদ আলী তার বক্তৃতায় তিনি বলেন। আমাদের চোখের পানি অনেক ফেলেছেন, আপনি কোথায় যাবেন আপনাদের জবাবদিহি এই বাংলার মানুষের কাছেই দিতে হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন বিশ্বাস, বেতবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, শোমসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, গোপোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শরিফুল জামান শরীফ, মাহমুদুর রহমান শাহিন,আনিচুর রহমান সহ ইলেকট্রনিক পিন্ট মিডিয়া ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক জিয়ার সুস্থতা সহ দেশবাসীর সকলের প্রতি সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত করেন।