বন্যার্তদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে সর্বস্তরের সাধারণ মানুষের আর্থিক অনুদান অব্যাহত রয়েছে ।
গতকাল সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অনুদান উপজেলার বিভিন্ন অফিসের পক্ষ থেকে অনুদান সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা জানান, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির মাস্টার, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোবহান সহ খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় , বিআরডিপি , এলজিইডি, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণের টাকা সংগ্রহ করা হয় ।এই সময় উপস্থিত সাংবাদিকরাও নিজ উদ্যোগে ত্রাণ তাহবিলে নগদ টাকা প্রদান করেন।