নোয়াখালীর অন্যান্য উপজেলার মতো সোনাইমুড়ীও বন্যা দুর্গত এলাকায় পরিনত হয়েছে। একই সাথে জনজীবন রয়েছে অনেক ঝুকিতে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চারিদিক পানিতে করছে থৈ থৈ। রাস্তা-ঘাট গেছে তলিয়ে, মাছের খামার গেছে ভেসে, গৃহ পালিত পশু রয়েছে বিপর্যয়ে, জন সাধারণ গেছে ফেসে।
এই ফাসাতে আগে প্রয়োজন একটুখানি আশ্রয়, একই সাথে খাদ্য। তবে, আশ্রয়টাই আগে, পরে খাদ্য।
পানির শ্রোতে ভেসে যাওয়া মানুষ, গৃহপালিত পশু-পাখি, মাছের খামার। কষ্টার্জিত বসতঘর, রাস্তা-ঘাট সবি যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যা নামে রাক্ষস পানি। এই দেখে থামছে না চোখেরও পানি। আহ্, কি কষ্ট, কি যন্ত্রণা। এ যেনো পানির সাথেই যুদ্ধ।