টানা বৃষ্টিতে সোনাইমুড়ী সদর ও বিভিন্ন ইউনিয়নে তলিয়ে গেছে মৎস খামার, ভেসেগেছে মৎস চাষিদরে স্বপ্ন, পানি বন্দি মানুষের জনজীবন বিপর্যস্থ। বিভিন্ন ইউনিয়নে ক্ষয়-ক্ষতি কোটি টাকা, প্রয়োজন ত্রাণের।
সোনাইমুড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তা-ঘাট, বসত-বাড়ি তলিয়ে গেছে পানির নিছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে মানুষ। পানির শ্রোতে ভেসে গেছে খামারিদের মাছ, গৃহপালিত পশু নিয়েও রয়েছে সঙ্কা। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রষ্ঠানে। সেগুলোতে আশ্রয়ও নিয়েছেন অনেকেই। এভাবে টানা বৃষ্টি হলে ক্ষয়-ক্ষতির আরো বাড়তে বলে জানান বিশেষজ্ঞরা।
দেওটির মনিরুল ইসলাম বলেন, আমার প্রায় দেড় লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতেকরে আমি অসহায় হয়ে পড়েছি। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখা যায় মানুষের হাহাকার। বন্যার পানিতে বিপুল ক্ষতিতে এখন রয়েছেন একটু সাহায্যের অপেক্ষায়। সরকারীভাবে ত্রাণ এবং বৃত্তবানদের সহযোগিতায় একটু খাবারের অপেক্ষয় আশ্রয়কারীরা।