বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ইমন।
১৮ আগস্ট রোববার রাত ৯টার দিকে গোপালপুর উপজেলার নলীনের নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইমনের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবির, ভূঞাপুর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।
জানাজা শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিহত ইমন অজূর্না ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিল। সে দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তার পরিবারের দায়িত্ব বিএনপি নিনেবে। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইমনের পরিবারের দায়িত্ব নিয়েছেন।