বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে ৩ টায় পুরানা পল্টনে আজাদ টাওয়ারের বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম ঢাকা মহানগরীর উদ্দোগে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিল আলীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, আলোচনা করেন অবসরপ্রাপ্ত ভিসি ড.আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মোঃ মুন্নাফ হোসেন প্রমুখ! বক্তারা বলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করণ করতে হবে কেননা বেসরকারি শিক্ষায় বদলি নেই- বদলি দিতে হবে, অনার্স মাস্টার্স পাঠদান কারিদের এমপিও নেই এমপিও দিতে হবে, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক মুলক করতে হবে, সামষ্টিক মুল্যায়নে তথা বোর্ড পরীক্ষায় ধর্ম শিক্ষা রাখতে হবে। সরকারিদের ন্যায় এমফিল পিএইচডি ডিগ্রী অর্জনকারীদের বিশেষ ইনক্রেটিন দিতে হবে, পুনাঙ্ঘ ইদ বোসাস নেই, পুনাঙ্ঘ ঈদ বোসাস দিতে হবে।
বেসরকারি শিক্ষায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ দিতে হবে। বক্তাগন বেসরকারি শিক্ষায় সকল পর্যায়ে বদলি চালু করার দাবি জানান। বক্তাগণ প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুলের ন্যায় এক টি করে ইবতেদায়ী মাদরাসা এমপি ও ভুক্ত জাতীয় করনের দাবি জানান।