এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৮:১৭

আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১৮:১৭

২৭৭

শেয়ার:

ভালোবেসেও কেনো জিৎকে বিয়ে করেননি কোয়েল!

রঞ্জিত মল্লিক তনয়া ও জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক টলিউডে তার অভিনয় ক্যারিয়ারের দুই দশক কাটিয়ে দিয়েছেন।

News

এই তারকা  অভিনয় দিয়ে যেমন সকলের মন কেড়েছেন, তেমন তার মন জয় করেছেন নিজের অসাধারণ ব্যক্তিত্ব দিয়েও। লম্বা ক্যারিয়ারে, কোনও বিতর্ক সেভাবে দাগ কাটতে পারেনি। শুধু শোনা গেছে, জিতের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হতে হতেও নাকি হয়নি। টলিউডে ডেবিউয়ের ১০ বছর পর ২০১৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন কোয়েল মল্লিক। প্রযোজক নিসপাল সিং এর সঙ্গে বেঁধেছিলেন গাঁটছড়া। বর্তমানে ছেলে কবীরকে নিয়ে দুজনের সুখের সংসার।

জানেন কি, কীভাবে শুরু হয়েছিল নিসপাল আর কোয়েলের প্রেমের ? শোনা যায়, ১৯৯৯ সালে রঞ্জিৎ মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে যান নিসপাল। আর তখনই কোয়েলের সঙ্গে হয় প্রথম আলাপ। যদিও তখন তা শুধু আলাপেই আটকে থাকে। গল্প এগোয় অনেক পড়ে। ২০০৫ সালে কোয়েলকে ‘আই লভ ইউ’ নামে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নিসপাল। সে ছবি কোনোদিন তৈরি না হলেও নিসপালের বন্ধুত্বে রঙ লাগে। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। দানা বাঁধে প্রেম। প্রায় ৭ বছর সম্পর্কে থাকার পর দু'জনে যান ছাদনাতলাতে।

নিসপাল সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ৩টি ছবি শেয়ার করলেন রঞ্জিত কন্যা। প্রথমটিতে একাই কোয়েলের বর। পরেরটিতে নিসপালের কাঁধে মুখ রেখেছেন। আর পরেরটিতে বুকে মাথা। ৩টি ছবিই ইউরোপের বলে মনে করা হচ্ছে। ক্যাপশনে কোয়েল শুধু লেখেন, ‘হ্যাপি বার্থ ডে’। এরপর হ্যাশট্যাগে মনের কথা জুড়ে দেন, #love #life #blessing #forever। কোয়েলের এই পোস্টে নিসপালকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি, পার্নো, শুভশ্রীরা।

একসময় টলিপাড়ার হিট জুটি ছিলেন কোয়েল আর জিৎ। শোনা যায়, নাটের গুরু ছবিতে কাজ করার সময়ই নাকি কোয়েলকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জিৎ। তবে সেই সময় অভিনেত্রী মানা করে দেন। এরপর সাত পাকে বাঁধা ছবিতে কাজ করার সময় কোয়েলও মন দিয়ে ফেলেন জিৎকে। কিন্তু, পরিণতি পায়নি কখনোই এই সম্পর্ক। টলিপাড়ায় কানাঘুষো ছিল - অবাঙালি জিতকে পছন্দ ছিল না রঞ্জিত মল্লিকের। বাবার অমতে সম্পর্ক টেনে নিয়ে যেতে চাননি কোয়েলও। 

কাজের সূত্রে, কোয়েলকে আগামীতে দেখা যাবে ‘এক খুনীর সন্ধানে মিতিন মাসি’তে। যা পুজোতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও রয়েছে ফ্যামিলি ড্রামা ‘স্বার্থপর’। সঙ্গে এবারের পুজোতে স্টার জলসার মহালয়াতে কোয়েল রয়েছেন মহিষাসুর মর্দিনীতে দেবী দুর্গার ভূমিকায়।


জিৎ কোয়েল

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com