এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২০ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৭:৪৩

আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১৭:৪৩

১৪৩

শেয়ার:

ওষ্ঠ যুগল রাঙান ঘরে বানানো ভেষজ লিপস্টিকে!

নারীর সাজের নিত্য অনুষঙ্গ লিপস্টিক। সাজগোজ কম হলেও, চুল যদি পরিপাটি থাকে আর ঠোঁটে থাকে লিপস্টিকের ছোঁয়া, তাহলে কিন্তু দিব্যি মানিয়ে যায়। প্রতিদিনকার কর্মক্ষেত্রে যাতায়াতে সাজগোজে যদি লিপস্টিক ব্যবহার করতে হয়, তা হলে কিন্তু ঠোঁটের বারোটা বেজে যেতে পারে।

News

কারণ, বাজারচলতি বেশিরভাগ লিপস্টিকেই থাকে কোনও না কোনও রাসায়নিক ও কৃত্রিম রং। প্রতিদিন ব্যবহারে এর প্রভাব পড়তে পারে ঠোঁটে। একবার ভাবুন তো, অনেক অনেক বছর আগে যখন লিপস্টিকের নাম কেউ শোনেননি, তখন কি মহিলারা সাজতেন না! প্রশ্ন করতে পারেন কীভাবে ? রকমারি সব্জির রঙেই কিন্তু রাঙিয়ে ফেলতে পারেন ঠোঁট। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভেষজ লিপস্টক।


উপকরণ : 

বিটের রস, নারকেল তেল। 


প্রণালি : 

একটি পাত্রে ৫-৬ চামচ বিটের রস নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঘণ্টা খানেক পরে তার সঙ্গে মিশিয়ে দিন ২ টেবিল চামচ নারকেল তেল। মিশ্রণটি ফ্রিজে ভরে রাখুন। জমাট বাঁধলে তা দিয়েই রঙিন হবে ঠোঁট। বিট ও নারকেল তেলের গুণে ঠোঁট হবে মসৃণ, কোমল। তবে এই লিপস্টিক কিন্তু ফ্রিজেই রাখতে হবে।


উপকরণ : 

২ চা চামচ অলিভ অয়েল, ২-৩টি ব্ল্যাক বেরি, ২-৩টি র‌্যাস্পবেরি, একমুঠো বেদানা


প্রণালি : 

দুই ধরনের বেরি ও বেদানার রস একসঙ্গে মিশিয়ে নিন। যোগ করুন অলিভ অয়েল। একটি ছোট কাচের পাত্রে মিশ্রণটি ঢেলে ফ্রিজে ভরে নিন। জমাট বেঁধে গেলে তৈরি হয়ে যাবে গাঢ় লালচে ভেষজ লিপস্টিক।


উপকরণ : 

১ টেবিল চামচ বি-ওয়্যাক্স, ১ চা চামচ শিয়া বাটার, ১ চা চামচ জমাট বাঁধা নারকেল তেল, সামান্য দারচিনি গুঁড়া ও হলুদ গুঁড়া।


প্রণালি : 

একটি পাত্রে গরম জল নিয়ে তার উপরে একটি পাত্রে ‘বি ওয়াক্স’ গলিয়ে নিন, একে একে সমস্ত উপকরণ মোমের সঙ্গে মিশিয়ে নিন। এতে হালকা বাদামী রং আসবে। ঘন মিশ্রণটি ঘরের তাপমাত্রায় এলে কাচের ছোট শিশিতে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। তৈরি হয়ে যাবে বাদামী লিপস্টিক। নির্ভয়ে ঠোঁট রাঙাতে পারেন এই ধরনের লিপস্টক দিয়ে। শিয়া বাটার, নারকেল তেল ঠোঁট আর্দ্র ও কোমল করতে সাহায্য করবে।



লিপস্টিক

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com