বুধবার (১৭ জুলাই ২০২৪) দুপুর ১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়ন বোগলাউড়ি ঘাটের পার্শে মরাপদ্মা নদীতে বাবার সাথে গরুকে গোসল করাতে গিয়ে মাসুম রানা (৬) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

পাঁকা ইউনিয়ন ৫নং ওয়ার্ড বোগলাউড়ী লক্ষীপুর গ্রামের সুমন আলীর ছেলে মাসুম রানা (৬)
এসময় সুমন আলী জানান, নদীতে গরুকে গোসল করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেওয়ার সময় শিশু মাসুম রানা পিছন পিছন এসে নদীর পার্শে আমাকে শ্যাম্পু দেয়, পরে আমি বললাম বাড়ি চলে যাও।
এতে গরুকে গোসল করা শেষ করে বাড়ি এসে শিশু মাসুম রানাকে দেখতে না পাওয়ায়, আমি সহ আমার চাচাতো ভাইকে সাথে করে নদীতে গিয়ে অনেক খোজাখুজি করে শিশু মাসুম রানাকে পাওয়া যায়। স্থানীয় চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেন।