সাতক্ষীরার তালার দুর্ধষ ডাকাত সরদার ও একাধিক মামলার ফেরারী আসামী মোঃ রিয়াজুল ইসলাম'কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় র্যাব-৬ সাতক্ষীরা কার্যালয়ে ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর কমান্ডিং অফিসার এএসপি ফয়সাল তানভীর এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আজ ভোররাতে খুলনা জেলার বটিয়াঘাটার সূরখালী এলাকা থেকে ডাকাত সরদার মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকায়। তার পিতার নাম মৃত বাছতুল্লাহ মোড়ল।
একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুর ইসলাম। তার নামে চুরি,ডাকাতি, কালোবাজারি দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ মোট ৭টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতংকের সৃষ্টি হয়। র্যাবের নিকট গোয়েন্দা তথ্য ছিল যে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পিছনে। আসামি রিয়াজুল গত ইং ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।