বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন এর শূন্য পদে উপ নির্বাচন আগামী ২৭ জুলাই। এ উপ নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদন্ধীতা করছে। তাদের মধ্যে আজ ১১ জুলাই সকাল ১১ টায় প্রতীক বরাদ্দ দিয়েছেন বামনা নির্বাচন কমিশন।
প্রতিদন্ধী প্রার্থীরা যে প্রতীক পেলেন, মো. খলিলুর রহমান বাদল- আনারস প্রতীক, মো. আল আমিন সিকদার, মোটরসাইকেল প্রতীক, মোঃ তারেক হোসাইন মনির পেলেন চশমা প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করবেন। বলে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলার নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ শেখ।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ইভিএমে এ ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।