অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রয় করার অপরাধে কুষ্টিয়ার খোকসা পৌর বাজারের নবসাহা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী উত্তম কুমারকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুরে মোবাইল কোটের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন উক্ত দন্ড প্রদান করেন।
নিয়মিত হোটেল ও বাজার-মনিটারিং অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে নবশাহার মিষ্টান্ন ভান্ডারে অভিযান চলাকালীন সময়ে মিষ্টির মধ্যে তেলাপোকা ও অন্যান্য কীটপতঙ্গ পড়ে থাকায় মোবাইল কোটে এই অর্থদণ্ড প্রদান করেছে বলে জানা যায়। এ সময় থানা পুলিশের একটি টহল পুলিশের দল ও মোবাইল কোর্টের নাজির ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।