অভিনেত্রী ঋতুপর্ণা সেন কলকাতার সাহসী অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। যদিও সবাই তাকে ‘ঋ’ নামেই বেশি চেনেন।
চলচ্চিত্রের পাশাপাশি এই অভিনেত্রী দাপিয়ে বেড়াচ্ছেন নাটক এবং ওটিটিতেও। নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শো কিংবা অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় এবার তিনি অতিথি হয়েছেন কলকাতার টিভি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে।
উপস্থাপক রচনা ব্যানার্জির মুখোমুখি হয়ে তিনি জানালেন, সারা জীবন একা থাকার পর নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা। ঋ এও জানান, কেন তিনি বিয়ে করতে চান না। আর কেনোই বা আজকাল ছেলেদের তিনি পছন্দ করেন না।
দিদি নম্বর ওয়ান এর আসরে এই অভিনেত্রী বলেন, আমার আজকাল আর ছেলেদের ভালো লাগে না গো। এখনো ফোন করেই কোনো কোনো ছেলে বলে, বেবি কী করছো ? আমায় যদি কেউ বেবি বলে, তবে আমার মাথা গরম হয়ে যায়। এসব আমার ভালো লাগে না। এখন মাকে খুব মিস করি। এক বছর হলো মা চলে গেছে। এখন মনে হয়, মাকে একটু খাওয়ালে ভালো হতো। আর ছেলেরা খালি আমার বাড়ি আসতে চায় কেনো, বুঝি না।
এরপর এই অভিনেত্রী আরও জানান, কেন বিয়ে করা হলো না আর শেষ জীবনে কী করতে চান তিনি। ঋ’র কথায় - যখনই দেখলাম কাউকে বিয়ে করব, সে আর অপেক্ষা করলো না। তাই ঠিক করে নিয়েছি, আর বিয়ে করবো না। কুকুরগুলো অনেক ভালো। কাকগুলো খুব মিষ্টি। আমি ওদের ভালোবেসে কাটিয়ে দেব। আর হ্যাঁ, শেষ বয়সে চলে যাবো বারাণসী।
উল্লেখ্য, ঋ কে মাঝেমধ্যে সিরিয়ালে দেখা যায়। কিছুদিন আগেও তাকে বাংলাদেশের একটি প্রোডাকশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে। যদিও পরবর্তীতে তিনি জানান, সব সমস্যা মিটে গেছে।