ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ৩টা ৪৫ মিনিটে ৭০ বোতল ফেন্সিডিল সহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকের ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।
থানা সূত্রে জানা যায, থানার এসআই আব্দুর রহমান, এএসআই মনির হোসাইন, এএসআই শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেন্সিডিল গোনার সময় তাদের আটক করেন। এ সময় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল গোনার সময় ৭০ বোতল ফেন্সিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়। তিনি আরো বলেন, ৭০ বোতলের মধ্যে এক বোতল খালি পাওয়া গেছে। মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকৃতদের নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।