কুষ্টিয়া জেলার খোকসায় কৃষি সম্প্রসারণ অফিসে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার, ৬ ডিসেম্বর খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বোরো ধানের বীজ ও রসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু । খোকসা উপজেলায় বোরো ধানের আবাদের জন্য ১ হাজার ৭২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত হাইব্রিড ও উফশি ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, কৃষিতে এরকম সাফল্য আশায় বর্তমান সরকারের জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় আগামীতে উন্নত সমৃদ্ধ ও খাদ্য ভান্ডার সম্মিলিত দেশের গর্ব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।