সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়িকা অধরা খান। পারিবারিক প্রয়োজনে তিনি বেশ কিছুদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ছিলেন। দেশে ফিরেই অধরা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
অপূর্ব রানার ‘দ্য রাইটার’ ছবির ডাবিং ও একটি গানের শুটিংয়ের কাজ শেষ করাই দেশে ফেরার অন্যতম কারণ। এছাড়া অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালনায় অধরা অভিনীত 'দখিন দুয়ার' নামের একটি ছবির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
তবে এইবার দেশে ফিরতে না ফিরতেই সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াতে শুরু করেছেন টানটান ও ধারালো ফিগারের অধিকারী অধরা খান। অবশ্য তিনি প্রায়ই স্থিরচিত্রের মাধ্যমে তার শারীরিক সৌন্দর্যের প্রকাশ করে থাকেন। এবারও তাই করলেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে আঁটোসাঁটো হলদে রঙের পার্টি ড্রেস পরা ছবি ছেড়েছেন। এটি আবার নিজের ফেসবুকে ব্যবহার করেছেন প্রোফাইল ছবি হিসেবে।
ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে অধরার বক্ষ বিভাজিকা। প্রকাশ হয়ে পড়েছে তার ডান স্তনের উৎসস্থল। ফুটে উঠেছে তার উরুর একাংশ। অধরার এমন লুক দেখে কামনার আগুনে পুড়ছে নেটনাগরিকরা। তাদের মন্তব্য পড়লে যার আঁচ টের পাওয়া যায়। আশিক খান নামের একজন লিখেছেন, দেখে তোমায় প্রিয়া, চোখ সরানো দায়।
আসিফ ইকবাল নামের একজন লিখেছেন, আমি ১০০০ চিত্রশিল্পীকে ১০০ বছর সময় দিলেও তারা তোমার মতো সুন্দর ছবি আঁকতে পারবে না। মাহবুবুর রহমান আলমগীর লিখেছেন, সো সুইট অ্যান্ড হট। এবার অধরার উষ্ণতা সইতে না পারার অনুভূতি ভালোবাসা ও আগুনের ইমুজি দিয়ে প্রকাশ করেছেন অনেকে। এতে সহজেই অনুমেয় যে, তার শরীরি আবেদনে কুপোকাত সকলে।
জানা গেছে, অধরা খানের এই হট লুকের ছবি তুলেছেন কলকাতার সেলিব্রেটিদের প্রিয় ফটোগ্রাফার সোমনাথ রয়। স্টাইলে ছিলেন স্যান্ডি। অধরার পোশাক নির্বাচন করেছেন রিঙ্কি খাতুন। আর তার চুলের দেখভাল করেছেন বাবুসোনা সাহা।
উল্লেখ্য, অধরা তার ছবিটি পরবর্তীতে আলাদা করে ফেসবুকে পোস্ট করেছেন। ওই পোস্টের ক্যাপশনে যা লিখেছেন, এর বাংলা ভাবানুবাদ করলে অর্থ দাঁড়ায় - 'প্রেমে আমরা সবাই বোকা'। অবশ্য ভুল বলেননি অধরা। এমন আবেদনময়ী ছবি প্রকাশ করলে অধরা'র প্রেমে পড়ে বোকা বনে যেতে কে না চাইবে!