পুষ্প সিনেমা করার পর ব্যাপক সাফল্য ধরা দিয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। ভারতের দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি।কিন্তু তার ব্যক্তিগত জীবনে নেমে আসে অন্ধকার।একই বছরে বিবাহ বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।
অনেক ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় নাগা-সামান্তার, এতকিছু পরেও ভেঙে যায় তাদের সম্পর্ক। নাগাকে ছাড়া কিভাবে কাটালেন এই দুই বছর, জানালেন সামান্তা রুথ প্রভু। চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্যের সঙ্গে, তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা, কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুপক্ষই। তবে বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা কথাবার্তায় বুঝিয়ে দেন অভিনেত্রী।
বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগে যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য যন্ত্রণা ভোগ করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী।
সামান্থা বলেন, যখন কঠিন সময় এলো, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এ সময়ে তাদের কথা পড়তাম। ওই গল্পগুলো সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।