সাতক্ষীরার রইচপুররে স্টক করে মাছের ঘেরে পানিতে ডুবে হামজার (২৬) নামে একজন মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ০৬ টার দিকে সাতক্ষীরা সাত নম্বর ওয়ার্ড পৌর এলাকা রইচপুর গ্রামে মহিলা মাদ্রাসার পিছনে এ দূর্ঘটনা ঘটে। হামজার রইচপুর গ্রামে মোঃ মুসা পুত্র ।
চারটা দিকে বাড়ি থেকে মাছের ঘেরে যাওয়ার পর আর বাসায় ফিরে আসেন নাই হামজার। তারপর সন্ধ্যা দিকে পরিবারের সবাই খোঁজাখুঁজির সময়। একটি বাড়ির পাশে মাছের ঘেরে পানিতে পড়ে ডুবে যাওয়া অবস্থায় দেখতে পাই। একপর্যায়ে মাছের ঘেরে ডুবেযাওয়া অবস্থায় উদ্ধার করে রইচপুর গ্রামবাসী। পানির নিচে খুঁজে পাওয়ার যায় তাকে ততক্ষণে মৃত বরণ করেন হামজার। এঘটনায় একটি পরিবারে শোকের ছাড়ায় নেমে এসেছে।
গ্রামবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।