জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৪ শে সেপ্টেম্বর রোজ রবিবার মৌলভীবাজার শহরের একটি হল রুমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাখা পরিচালক আব্দুল্লাহ আল-মুনতাছির এর ব্যাবস্হাপনা ও সঞ্চালনায়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হুমায়ূন কবীর,কেন্দ্রীয় প্রধান পরিচালক ফুলকুঁড়ি আসর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন,মৌলভীবাজার সাপ্তাহিক সমাচার পএিকার সম্পাদক,কবি,সাহিত্যিক,সাংস্কৃতিক উপদেষ্টা ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর, জনাব মোঃ আবদাল মাহবুব কোরেশি
বিশিষ্ট শিশু সংগঠক ও সাবেক পরিচালক ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর, জনাব মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির ২য় সেশনে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ী ২০জন শিশুকে পুরষ্কার তোলে দেওয়া হয়েছে। সবশেষে দেশ-জাতির কল্যাণ কামরা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।