লেখক : মোহাম্মদ সোহেল
মঙলের জয় গান দিয়ে
বৈশাখের কর্ম শুরু করি
এটা চলছে আজ নয়
বহুদিন ধরি,বহু বছর ভরি।
এটা তে নয় একা চলা
সকলে মিলে মিশে চলা
মঙলের তরে চলা
মঙলের কথা বলা
নয় কোন খারাপ বাসনা।
খোদা দয়াবন্দ বানিয়েছে মোদের
শুধু করতে তার গুণকির্তনের
হতে পারে তার সৃষ্টির তরে
অথবা জগতের তরে
যুগ যুগ ধরে চলে এসেছে
কেন করবে বন্ধ?
কার ইশারায়, কার দুরবিওায়নে
কোন কালো হাতের ইশারায় নয়
কোন কালো ছায়ার অন্তরালে
আমাদের করা কাজ থেমে যাবে ।
এসো সবে, এসো মঙ্গলের তরে
এসো সবে কল্যানের তরে
এ জগত সুন্দর করে করি সৃজন
নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে ।