ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের চরধোপাপাড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে কৃষকের দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ২ লক্ষ টাকা।
শনিবার, ৪ মার্চ রাত সাড়ে ৯টার পর বৈদ্যাতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ধোপাপাড়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার বসত ঘর, মো. আমিনুর রহমানের বসত ঘরে আগুন ধরে যায়। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সাত্তার মোল্যা জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।