তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর দেখা গেছে, দেশ দুইটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে।
ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুধু তুরস্কেই মারা গেছে ১৮ হাজার ৯৯১ জন, যা ১৯৯১ সালের ভূমিকম্পে মারা যাওয়া সাড়ে ১৭ হাজারের তুলনায় বেশি।