শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের কাচা রাস্তার দুর্ভোগ ও সারুটিয়া পুরাতন সরঃ প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্দশার দুটি ইস্যুতে গণমাধ্যম কর্মীরা তাদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) ও প্রিন্ট মিডিয়া সংবাদ তুলে ধরেন। তারই পরিপেক্ষিতে উপজেলা চেয়ারম্যান হাকিম আহমেদের বিষয়টি নজরে আসে।
দুর্ভোগের দুটি ইস্যুতে সারুটিয়া ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে এমপি আব্দুল হাইয়ের নির্দেশে পরিদর্শনে সারুটিয়া গ্রামে ছুটে যান তিনি। স্কুলের জলাবদ্ধতা নিরসন ও রাস্তাপাকাকরণে আশ্বাস দেন এবং সেটা দ্রুতই কার্যকর করা হবে বলেও জানান তিনি।