এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃ মাসুদ আলম, স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪

আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪

৬০১

শেয়ার:

গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টে জোন চ্যাম্পিয়ন

মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪৯ তম গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

News

মহিশালবাড়ী  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম অর্ধের ১৪ মিনিটের সময় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখির বাড়িয়ে দেয়ার বলে  ৭ ম. শ্রেণীর ছাত্রী হালিমা খাতুনের  এক দূর্দান্ত সুটে গোল রক্ষকে পরাস্ত করে  দলকে ১ - ০ তে  লিড এনে দেন। দ্বিতীয় অর্ধে আর কোন পক্ষ গোল করতে না পারায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল ১ - ০ তে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এরপর দুপুর ১২ টার দিকে এককই মাঠে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ফুলবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে।  মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল দলের গোল রক্ষক  হালিমা খাতুন  প্রতিপক্ষের দুইটি গোল আটকিয়ে দেন। আপর দিকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল   ৩ গোল প্রতিপক্ষের জালে জড়িয়ে ৩ - ০ জয় নিয়ে মাঠ ছাড়েন। এ জয়ের ফলে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি খেলা পরিচালনা করেন গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নবাব আলী। এর আগে গত রবিবার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা হ্যন্ড বলে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের হারিয়ে গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ বিষয়ে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সাথে কথা বললে তিনি ভোরের আলোকে জানান আজকের খেলায় কৃতিত্ব অর্জন করায় আমরা গর্বিত। আমি মনে করি  শিক্ষক ও ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এ সফলতা। এ সফলতা আমদের আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। অন্যদিকে বিজয়ী ছাত্রীদের সাথে কথা বললে তারা বলে আজ ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২২ এ চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ সফলতার পেছনে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনেক। তারা সবসময় আমাদের পাশে থেকে উৎসাহ- উদ্দীপনা ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। 


 



ফুটবল

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com