কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পান্টি ইউনিয়ন ও যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন এলাকার সদস্যদের উদ্যোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন। উক্ত সমাবেশ ও মতবিনিময় সভাগুলিতে জাসদের পক্ষ থেকে অবিলম্বে ইউরিয়া, সার,ডিজেল, পেট্রোল, ও অকটেন বর্ধিত মূল্যে সমন্বয় করার জন্য জের দাবি জানানো হয়।
রাশিয়া - ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের উদ্দগতিতে কৃষকসহ সাধারণ মানুষ বিপদ দ্বারা, তার ওপর জ্বালানি এধরণের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত করার ওপর খাড়াটন ঘা এর সামিল এবং সরকারের জন্য এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে তাই অবিলম্বে ইউরিয়া সার,ডিজেল, পেট্রোলের দাম সমন্বয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জের দাবি জানানো হয়।
একইসাথে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জাসদ ও তার ৫ টি সহযোগী সংগঠনকে পুনঃগঠন ও শক্তিশালী করার জন্য নেতাদের তাগিদ দেয়া হয়।
অন্যান্য নেতার মধ্যে উপস্থিত জাসদ উপজেলা সাধারণ সম্পাদক এড জয়দেব বিম্বাল,যুগ্ম - সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিম্বাল,সহসভাপতি শিমুল চৌধুরী, পান্টি ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মুন্না তরিকুল ইসলাম, উপজেলা জাসদের দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জাসদের সহসভাপতি কাজল চৌধুরী, রিপন মেম্বার, নওশের আহমেদ, ফারুক আহমেদ সহ আরও অনেকে।