কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা পান্ট ইউনিয়নের পান্টি ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ।
মরহুম_মতিয়ার_রহমান_মিঞা_স্মৃতি_ফুটবল_টুর্নামেন্ট_2022 উপলক্ষ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন।৷
উদ্বোধনের অপেক্ষায় টুর্নামেন্ট টি।
আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক #জনাব_মোঃ_সামিউর_রহমান_সুমন_মিঞা।