ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না। মতিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) নামে দুই গার্মেন্টসকর্মীর।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলা শহরের মালিক সমিতির সামনে মাহেন্দ্রা উল্টে তারা নিহত হয়।
এ ঘটনায় আহত হয়েছেন শামীম মোল্লা (৩০) নামে আরেক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মতিয়ার রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহারো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে।