"বন্ধুত্বের টানে,মিলিত হই সবার সনে" এ স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১১-১৩ শিক্ষা বর্ষের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২এপ্রিল) রাজধানীর উত্তরা তেহেরী অন ফায়ার রেস্তোরাঁয় মাহফিল মাহফিল সম্পন্ন হয়েছে।২০১৬ সালে একাডেমিক পড়াশোনা শেষ হবার পর এটাই ছিল তাদের প্রথম মিলনমেলা।বেলা পরার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আসা বন্ধদের নিয়ে ক্ষনিকের জন্য হাড়িয়ে যায় মায়া জড়ানো সোনালী স্মৃতির ভূবনে।অনেকে আবার আবেগ আপ্লূত হয়ে যায়।
আমিনুল ইসলাম জনি এর উপস্থাপনায় এ বক্তব্য রাখেন,এ.বি.এম মোর্তজা সহিদ রানা,এস.এ সিফাত হাসান,গোলাম মহিউদ্দিন পিয়াল।মোদাচ্ছের খার রুপু।
এছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,সৈয়দ আরিফুজ্জামান হাসান,রেজাউল তুষার,রুবেল আহমেদ,জাকারিয়া, মনির প্রমুখ।
অসব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে,দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।