বরগুনার সদর উপজেলার এম,বালিয়াতলী ইউনিয়নের বাসুকি গ্রাম সংলগ্ন বুড়ীশ্বর নদীতে শনিবার বিকালে জ্বালে বাক্সবন্দি বিরল প্রজাপতির একটি কচ্ছপ আটকে পড়ে।
স্হানীয়রা ও বণবিভাগের সুত্র জানায়, শনিবার বিকালে, রাব্বী ও পারভেজ নামের দুই কিশোর বাসুকি গ্রামে বুড়ীশ্বর নদীতে মাছ ধরার সময় তাদের জ্বালে ভাড়ী একটি প্লাষ্টিকের কষ্টিপ দিয়ে আটকানো বাক্স উঠে আসে। বাক্সটিতে কি আছে দেখতে উৎসুক লোকজন জড়োহয়ে বাক্সটি খুলে দেখতে পায় একটি ৭-৮ কেজি ওজনের কচ্ছপ। সাবেক ইউপি সদস্য খোকন বণবিভাগকে বিষয়টি জানালে বণবিভাগ সন্ধায় কচ্ছপটি তাদের দায়িত্বে নিয়ে যান। সন্দেহ করা হচ্ছে, অসৎ উদ্দোশ্য একটি চক্র পাচারের জন্য কচ্ছপটি বাক্সবন্দি করেছে। পাচারে ব্যার্থ হয়ে নদীতে ফেলে দেয়।
বরগুনার বণ বিভাগের রেইঞ্জার মতিয়ার রহমান জানান, রোববার সকালে কচ্ছপটি বিশেষ ব্যাবস্হাহা বাগেরহাট সুন্দরবণ পূর্ব বণ বিভাগের নিকট হস্তান্তর করা হবে।