শেরপুরের ঝিনাইগাতীতে আইএসপিপি যত্ন প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রথম কিস্তির অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।
সকাল ১১ টায় ইউনিয়নের এক হাজার ৩ শত ৩৭ জন সুবিধাভোগী মা ও শিশুর স্বাস্থ্য ও পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধির আওতায় প্রথম কিস্তিতে এক কোটি ২ লাখ ৭৯ হাজার ৫ শত টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। একই দিনে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ৯৭৬ জন সুবিধাভোগীর মাঝে ৭৪ লাখ ৪২ হাজার ৪ শত টাকা বিতরণ করা হয়েছে। আইএসপিপি প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা সুপারভাইজার মোঃ আসলাম জানান এছাড়াও উপজেলার নলকুড়া ইউনিয়নের ১১৪০ জনকে ৯৫ লাখ ৩৭ হাজার ৭শত টাকা, গৌরীপুর ইউনিয়নে ১০৫১ জনকে ৮০ লাখ ৩০ হাজার একশত টাকা, কাংশা ইউনিয়নে ১৩৫০ জনকে এক কোটি ৪ লাখ ৫৩ হাজার ৮ শত টাকা,ধানশাইল ইউনিয়নে ১১৪৯ জনকে ৮৯ লাখ ৮৪ হাজার ৭ শত টাকা ও সদর ইউনিয়নে ১১৯১ জনকে এক কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৯ শত টাকা সহ উপজেলার ৮ হাজার ৪ শত ৭৯ জন সুবিধাভোগীর মাঝে মোট ৬ কোটি ৬১ লাখ ৬৫ হাজার একশত টাকা বিতরণ কার্যক্রম চলছে।
এসময় উপজেলার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তোতা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ নমশের আলম সহ সাংবাদিক ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।