বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত রাজনীতিবিদ ও দেশবরেণ্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই!(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বরেণ্য এ রাজনীতিবিদের প্রথম নামাজে জানাজা রাজধানীর মোহাম্মদপুরে তাঁর নিজ বাসায় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এরপর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে বাদ জোহর তৃতীয় এবং সর্বশেষ তাঁর জন্মস্থান শেরপুরের নালিতাবাড়ীতে বাদ মাগরিব চতুর্থ নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তিনি অসুস্থ হলে ২১ সেপ্টেম্বর রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম অবস্থায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর জন্ডিস, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট, ইনসুলিন ও অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়াসহ নানা সমস্যা ধরা পড়ে। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৩ অক্টোবর তাকে ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে।
কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ১৯৫৮ সালের ৫ জানুয়ারি নালিতাবাড়ীর ছিটপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে বদিউজ্জামান বাদশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন।