পৃথিবীর আসল সৌন্দর্য
মুহাম্মদ সুফিয়ান তাসদিক
একদিন বিশুব্ধ সকালে
নিঃস্বঙ্গে বসেছিলাম পুকুর ঘাটে।
নিরব নিস্তব্দতায়।
মখমল সকাল, বয়ে চলা মৃদু বাতাস,
শিশিরে ভেজা সবুজ সতেজ ঘাসের
অসাধারণ মুগ্ধতায়
আমি হারিয়ে গিয়েছিলুম স্বপ্নের ভেতর।
আপ্লুত পৃথিবী; পৃথিবীর মানুষ। নেই কোন কোলাহল, ফেতনা-ফ্যাসাদ।
হিংসা- বিদ্বেষ, অন্যায়-অত্যাচার,
মারামারি,হানাহানি,ঝগড়া-বিবাধ।
আছে সুখ অশেষ; শান্তির সমাহার।
মুগ্ধ পৃথিবী; পৃথিবীর মানুষ।
আচার-ব্যবহার-চরিত্র ঘটন।
চলাফেরায় নিরন্তর ভালোবাসা পরস্পর।
ভ্রাতৃত্বের বন্ধন।
বাতাসে বাতাসে ভেসে আসে
সুখের কলরব।
বস্তুত, মানুষেরাই হচ্ছে
পৃথিবীর আসল সুন্দর্য।
প্রকৃত রুপ।