কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি এলাকা থেকে ১০ পিছ ইয়াবা’সহ মিঠু শেখ (২৮) ও সবুজ(২৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ ।
২১/১০/২০২১ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬:১০ মিনিটের সময় সবুজের নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করেছে পান্টি ক্যাম্পের পুলিশ?
আটক পান্টি মুছা শেখে দ্বিতীয় পুত্র মিঠু এবং লিয়াকত আলীর দ্বিতীয় পুত্র সবুজ | তারা দুজনই দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ ।
এ ব্যাপারে পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাখায়েতুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি যে সবুজ ও মিঠু নামের দুজন মাদক ব্যাবসায়ী নিজেদের কাছে মাদক নিয়ে সবুজের নিজ বাড়ির সামনে বিক্রি করার জন্য অবস্থান করছে ।এ সময় আমরা সেখানে গিয়ে তাদের দুজনকে মাদক’সহ আটক করি ।এ ব্যাপারে কুমারখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে ।