ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় থানা রোড আওয়ামী লীগ কার্যালয়ে পৌর শ্রমিকলীগের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী পৌর শহররে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আ.লীগ কার্যালয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মহিলাসম্পাদিকা তামান্না প্রমুখ।