২০২১-২২ অর্থবছরে খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা কর্মসূচির মাসকলাই বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওসি (তদন্ত), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়। তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মোট ২০০ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।