এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৮ মে ২০২৪ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃমাসুদ আলম রাজশাহী প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

৫৯৪

শেয়ার:

সবজি চাষে বাম্পার ফলন

বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে এখন সারা বছরই বিভিন্ন প্রজাতির সবজির চাষ হচ্ছে। অনুকূল আবহওয়ার কারনে সবজি চাষে আগ্রহও বাড়ছে। লাভজনক হওয়ায় তুলনামূলক নিচু জমিতেও এখন সবজি চাষ করা হচ্ছে।

News

উপজেলার মালকামড়া, সরমংলা,  সাহাব্দীপুর, লালবাগ, কাকন,পাকড়ি, মার্চমারা,বেনীপুর,ধাতমা,গোগ্রাম,মোহপুর, সাগুয়ান ঘুন্টি, হাবাসপুর এলাকা ঘুরে দেখা যায় যে, কৃষকরা বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার  ইমাম হোসেন এ বছর সবজি চাষ করে লাভবান হয়েছেন।  চলতি মৌসুমে তিনি প্রায় দেড় বিঘা জমিতে উন্নতজাতের  ডাটা,পেপে, পটল, ঢেড়শ ও কচু চাষ  করে বাম্পার ফলন পেয়েছেন। এসব সবজি  চাষে তিনি ব্যবহার করেছেন রাসায়নিক সারের পরিবর্তে গোবর ও জৈব সার। সঠিক নিয়ম মেনে চাষ করায় ভালো ফলন পেয়েছেন তিনি।

কৃষক ইমাম হোসেন জানান আমি প্রায় ১০ বছর যাবৎ কৃষি কাজের সাথে জড়িত। প্রতি  বছর জমিতে সিজিনাল সবজি চাষ করি। এবার আমি  এসব সবজির চাষ শুরু করেছি। এ পর্যন্ত সবজি বিক্রি করে  প্রায় ৩০ হাজার টাকা পেয়েছি। বাকি সময়ে আরও ২৫ থেকে ৩০ হাজার টাকা আসবে বলে আমি আশাবাদী। শুরু থেকে এ পর্যন্ত  আমার খরচ হয়েছে প্রায় ৯ হাজার টাকা।আমার নিজ জমিতে উৎপাদিত  এসব সবজি চাষ করে স্হানীয় হাটে নিজেই বিক্রয় করি। এছাড়াও ভাটোপাড়া মোড়ে নিজস্ব  একটি দোকান রয়েছে সেখানেও এসব সবজি বিক্রয় করি। আমি নিজ জমিতে শ্রম দিয়ে চাষ করি নানান রকম সবজি।  অন্য দিকে তার জমির পার্শ্ববতী আরেক জন কৃষক বলেন ইমাম ভাইয়ের  জমিতে  বাম্পার ফলন দেখে এলাকার অন্য কৃষকরাও সবজি  চাষে আগ্রহী হচ্ছে এবং তার কাছে পরামর্শ নেন কিভাবে ভালো ফলন পাওয়া যায়।
 
 

সবজি

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com