বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড এর সিএসআর কার্যক্রমের আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরা কর্তৃক এ অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে সুবিধা বঞ্চিত দরিদ্র, মেধাবী, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
০৫ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা কার্যালয়ে শিক্ষা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোরঞ্জন বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবার ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন সোনালী ব্যাংক এই করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে জনগনের কল্যাণার্থে ব্যাংকিং কার্য পরিচালনা করছে। ৪% সুদে করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মধ্যে ঋণ বিতরণ করছে। বিভিন্ন ডিজিটাল প্রডাক্ট চালুর মাধমে ব্যাংকিং সেবাকে জনসাধারনের দোরগড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। সোনালী ব্যাংক গণমানুষের ব্যাংক।