ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক যোগদানের পর থেকেই সাধারন মানুষের কাছে প্রিয় মানবিক অফিসার হিসেবে পরিচিতি পেয়েছেন।
সাধারন মানুষ জমি সংক্রান্ত যেকোন সমস্যা সহজেই তার কার্যালয়ে এসে সমাধান করছেন।যেকোন অভিযোগ তিনি মনোযোগ সহকারে শুনছেন এবং তাতক্ষনিক ভাবে আন্তরিকতার সহিত দুই পক্ষকে নোটিশ করে অফিসে এনে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছেন। মারিয়া হক বলেন, জমি সংক্রান্ত সমস্যা সমাধান খুবই জটিল বিষয় সবাই চায় তার পক্ষে রায় নিতে, কিন্তু আমি চেষ্টা করি তদন্ত করে জমির দলিল,পরচা দেখে সঠিক সমাধান করতে।