সাতক্ষীরা জেলার তালা উপজেলার দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান।
দিনটি ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ বা ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস। আর দিবসটিকে কেন্দ্র করে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম তালা উপজেলা শাখা কতৃক আয়োজিত পাটকেলঘাটা শহীদ মিনারে।
শনিবার (২০ফেব্রুয়ারি) সকাল থেকে দেখা যায়, অমর একুশে উদযাপনের জন্য প্রস্তুতি। ভোরের আলোকে জানান করোনা পরিস্থিতিতে এবার ভিন্ন আমেজ হলেও এমন আয়োজন করেছি। যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের আগমন ঘটবে। তাদের শ্রদ্ধা জানাতে কাজ করছি।
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম তালা উপজেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক বাসুদেব দাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক নিবাস কুমার দে, দপ্তর সম্পাদক সুমন কুমার ঘোষ, প্রচার সম্পাদক রায়হানুজ্জামান রনি।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপনের জন্য বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় লোকসংখ্যা নির্দিষ্ট ও মাস্ক পরাসহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
নিরাপত্তা নিশ্চত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহীদ মিনার এলাকায় ৩ ফুট পর পর দুরত্ব থাকবে ও সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।