এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৪ এপ্রিল ২০২৪ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

শেরপুর জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ১১:৫৬

আপডেট: ২৮ জানুয়ারী ২০২১, ১১:৫৬

৫০০

শেয়ার:

শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র এবং পুরুষ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পুর্ণ হয়েছে।

News

২৭ জানুয়ারি বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীকের নমুনা তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। ওই সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতে দলীয় প্রতীক নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশিদ পলাশের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন নির্বাচন কর্মকর্তা ।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার পেয়েছেন জগ প্রতীক ও আরিফ রেজা পেয়েছেন চামচ প্রতীক। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান পেয়েছেন নারিকেল গাছ, আনোয়ারুল সাদাত সুইট পেয়েছেন মোবাইল ফোন ও আল আমিন পেয়েছেন ক্যারম বোর্ড। একই দিন সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের ১৭ কাউন্সিলরের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম পৌরসভার  ভোট গ্রহণ ইভিএম মাধ্যমে হবে।


নির্বাচন

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com