প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৩:২২
আপডেট: ১৫ নভেম্বর ২০২০, ১৩:২২
০ ৬০৮ ২ ০
ছবি: শেখ তামিম বিল্লাহ
মোর চিত্রে অগ্নি বাইরে দহন,
ভেতর পুড়ে ছারখার চক্ষু নিদ্রহিন।
গোত্রে বহে বিষ জ্বলা নিল রাশি প্রায়,
তব উতলা মন তোমার অপেক্ষায়।
মম স্বপ্নে বিভোর নব প্রহর,
বেলা সন্ধ্যা নামে তবু তার ঘোর।
নিতি নিত্য দিনে ভমর মধুর সন্ধানে,
বসন্ত এলো রে পুষ্প উদ্দানে।