সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন মোবারক বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তাফা ( সঃ) এর জন্মদিন রবিউল আউয়াল উপলক্ষে আরব ও ইসলামিক বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তাফা আহমদ মোস্তাফা সঃ শান্তির সুবার্তা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন । তিনি যখন এই দুনিয়াতে আসেন তখন পাপ, বেবিচারে লিপ্ত ছিল । তিনি কিভাবে সহাবস্থান সহযোগীতা, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে একটি সম্প্রদায় গড়ে তুলেছেন তার দয়াও করুণা ভালবাসার কথা মনে করিয়ে দেন ।
বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি হিজ হাইনেস শেখ খলিফা বিন জায়েজ আল নাহিয়ান । সংযুক্ত আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী, এবং দুবাই আমিরাতের শাসক হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েজ আল নাহিয়ান । আমিরাতের শাসকরা জোর দিয়ে বলেন সংযুক্ত আরব আমিরাত সহনশীলতা এবং শান্তিত বিশ্বাসী । আমরা নবী মোহাম্মদ ( সঃ) পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি