সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন কুমিরা ইউনিয়নের কৃতি সন্তান জগদান্দকাটি গ্রামের গৌরব ও অহংকার মো:রেজাউল করিম রেজা সাহেব, তিনি একজন সামাজিক মানুষ,সৎ ও ন্যায় বিচারক,জন্মের পরথেকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনিতির সাথে কর্মী বান্দব নেতা হিসাবে সক্রীয় ভাবে রাজপথে তার রাজনিতির জীবন শুরু।
মো:রেজাউল করিম রেজা বর্তমানে আসন্ন কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেন।
এসময় রেজাউল করিম রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে রেজা সাহেব চেয়ারম্যান প্রার্থী সত্যতা সিকার করেন।সাথে সাথে তার রাজনৈতিক বর্তমান ও সাবেক পদ পদবির বিষয়ে জানতে চাইলে তিনি জানান
১। সাবেক কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি দায়িত্ব পালন করেছি ৯০/৯১ সালে।
২।সাবেক হারুন অর রশিদ কলেজ ছাত্রলীগের সফল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি ৯২/৯৩ সালে
৩।সাবেক তালা উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সফল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি ৯৭ সালে।
৪। সাবেক সাতক্ষীরা ল কলেজ ছাত্রলীগের সফল আহবায়ক ২০০১ সালে।
৫।বর্তমানে কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি।
৬।বর্তমান জগদান্দকাটি জাগ্রত রক্তদান ক্লাবের সফল প্রতিষ্টাতা সভাপতি।
৭।বর্তমান মির্জাপুর বাজার মসজিদ ও মাদ্রাসার সফল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেতেছি।
এসময় চেয়ারম্যান প্রার্থী মো:রেজাউল করিম রেজা আরো বলেন আমি মাঠ পর্যায়ে দলমত নির্বিশেষে জনগণের মতামত নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতেছি এবং প্রচুর পরিমানে জনগণের সাড়া পেয়েছি। এসময় রেজাউল করিম রেজা আরো বলেন আমি রাজনৈতিক জীবনে আমার জানামতে কারোর ক্ষতি করেছি কিনা আমার জানানেই। যে যখন ডেকেছে আমি দলমত নির্বিশেষে সকলের ডাকে সাড়া দিয়েছি।সর্বপরি আমি কারোর উপকার না করতে পারলেও কারোর ক্ষতি করেছি কিনা জানি না।এজন্য আমার দীর্ঘ বিশ্বাস জনগোন আমার ডাকে সাড়াদেবে ইনশাআল্লাহ।
এসময় রেজাউল করিম আরো বলেন চলারপথে মানুষ ভূল করতেই পারে।আমাদের নবী প্রিয়নবী হযরত মোহাম্মদ(সা:)বেশি বেশি মাপ করতে ভালোবাসতেন।আর আমরা তো তাহারি উম্মত, আমি যদি কুমিরা ইউনিয়ন বাসীর মনে কোন কষ্টদিয়ে থাকি মনে ব্যাথাদিয়ে থাকি সকলে কড়জোর আমারে মাপ ও ক্ষমা করে দিবেন।এসময় রেজাউল করিম আরো বলেন আমি যদি কুমিরা ইউনিয়নে চেয়ারম্যান হতেপারি গ্রামগন্জের সাধারণ মানুষের সুযোগ, সুবিধা, আপদ, বিপদ ও ন্যায়বিচার,এবং গরীবের হক প্রাপোদের মাঝে সুস্হ বণ্টন করবো ইনশাআল্লাহ।
এসময় রেজাউল করিম রেজা অঙ্গিকার করেন আমি বর্তমানে একটা ঔষধ কম্পানির জেলা এরিয়া ম্যানেজার হিসাবে জব করি।আমার পিতার কমবেশি জমি আছে,আমি একবারে অভাবী লোক না।আমি সরকারের কোন ধরনের মালামাল ও গরীবের হক খাবোনা কথা দিচ্ছি।আমার কাছে যে যখন ফোন করে বা যোগাযোগ করে আমি সাথে সাথে তাহার ফ্রীতে ব্লাডের ব্যাবস্হা করার চেষ্টা করি। আমি ৫ ওয়াক্ত নামায পড়ার চেষ্টাকরি ও মির্জাপুর মাদ্রাসা ও সমজিদের উন্নয়ন মূলক কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। সাথে সাথে আরো বলেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি।আমি যদি পাশ করতে পারি আবারো কুমিরা ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসাবে জনগোন কে উপহার দিবো।