হায় রে অদ্ভুত নিষ্ঠুর কুলাঙ্গার সন্তান
সুন্দরী বউ পেয়ে ভুলে যাস জন্মদাতার!
যে মা গর্ভে রেখেছেন তোকে দশ মাস দশ
দিন কত কষ্ট কতনা যন্ত্রণার সহ্য করে।
আজ কি করে ভুলে যাস কুলাঙ্গার তুই
সেই মা একা কেঁদে যায়
নীরব একা ঘরে।
যে বাবা দিনরাত পরিশ্রম করে কপালে
ঘাম পায়ে ফেলে তোকে সমাজের কাছে
করে দিলেন প্রতিষ্ঠিত,
আজ সেই বাবা বৃদ্ধা আশ্রমে
তোর জন্য পথের দিকে তাকিয়ে থাকে!
বাবা আমায় কখন নিয়ে যাবে বাড়ি,
তোকে ফোন দিলেও হয়ে যাস অতিষ্ঠ।
অভিযাত্রের নেশায় পড়ে জন্মদাতার
মা বাবার একটু নিতে পারিস না খোঁজ।
একবার কি ভেবে দেখিস মা বাবা তোর
জন্য নামাজ পড়ে দোয়া করে
আল্লাহ্ দরবারে আহাজারী
কেঁদে যায় রোজ।
ভাবছিস পেয়ে গেছিস সর্গে হুর পরী,
জন্মদাতা মা বাবার খবর নিয়ে কি করি।
মা থেকে ছেঁড়া কাপড়ে তোর কুলাঙ্গার
পেয়েছিস সর্গের পরী এনে দিস গয়না চুরি।
বাবা তোর বৃদ্ধা আশ্রয়ে কুলাঙ্গার তুই
থাকিস কেমন করে পালঙ্কেতে!
একটা কথা স্মরণ রাখিস এই মা বাবার
পদতলে জান্নাত লিখেছেন বিধাতা।
ভুল পদ ছেড়ে আসুন সবাই মা বাবার
চরণ ধরি দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে
গিয়ে মা বাবার খেদমত করি।