অবিরতভাবে লিখেই চলেছি
মনের অগোছালো কিছু কথা,
পারছি না প্রকাশ করতে
তাই মনে বড় ব্যাথা ।
যেদিন আমি থাকবো না
তোমাদের এই পৃথিবীতে,
বেঁচে রই যেন সেদিন'ও আমি
তোমাদেরই হৃদয় মাঝে ।
হাজারো ব্যাথা ব্যকুলতা যদিও
জেগে ওঠে তোমাদের মনে,
নগণ্য বন্ধু বলে ক্ষমা করে দিও
আমায় সেই শুভক্ষণে।
জানি আমার কবিতা দোলা দিবে না
তোমাদের মনে,
আনিবেনা একবিন্দু অশ্রু
তোমাদের সজল নয়নে।
ভুলে'ও যদি কোনোদিন
মনে পরে আমার কথা,
ভালোবাসা না দাও সেদিন
দিও নাকো ব্যাথা।
যেদিন আমি চলে যাবো পৃথিবী থেকে
আমার কথা মনে হতে,
যদি গো অশ্রু ঝরে তোমাদের চোখে-
সেটাই হবে আমার পথের পাথেও
শেষ বিদায়ের তরে।।